ডায়ালসিলেট ডেস্ক :: বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপে গেল টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের পানিতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলায় ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ২০টি স্থান ভেঙে অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে।

এতে প্রায় লাখো বেশি মানুষ পানি বন্দি হয়েছেন। বানের পানিতে তলিয়ে গেছে ফেনী শহর, পরশুরাম ও ফুলগাজী উপজেলা।

একদিকে ভারী বর্ষণ, অন্যদিকে পানি আটকে থেকে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। হাঁটু পানিতে ডুবে যাওয়ায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ পড়েছে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে বানভাসি মানুষ।

অনেকে ছুটছেন আশ্রয়কেন্দ্রের দিকে। এদিকে নোয়াখালীর প্রায় সব উপজেলায় জলাবদ্ধতা এবং পানিতে ডুবে গেছে আঞ্চলিকসড়ক, রাস্তাঘাট, অলিগলি। লক্ষ্মীপুরের কমলনগর ও রায়গঞ্জের নিচু এলাকা প্লাবিত হয়েছে। অন্যদিকে ফেনী ও নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের অর্ধবার্ষিকী পরীক্ষার স্থগিত করা হয়েছে।

জেলা আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ১৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে আরও ভারী বৃষ্টি হতে পারে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *