ডায়ালসিলেট ডেকস

আগামী বছরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হতে হবে, তবে এক্ষেত্রে কোনো অপরিপক্কতা (প্রি ম্যাচিউরড) মনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘অতীতের বস্তাপচা প্রক্রিয়ায় নির্বাচন হলে জনগণ মেনে নিবে না। নির্বাচন হতে হবে স্বচ্ছ। প্রশাসনকে হতে হবে নিরপেক্ষ। নির্বাচন হতে হবে কালো টাকা আর পেশিশক্তি প্রভাবমুক্ত।’

বুধবার (২৩ জুলাই) সিলেটের বিয়ানীবাজারে জামায়াতে ইসলামী আয়োজিত জনশক্তি ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিয়ানীবাজার পৌর শহরের দাসগ্রাম এলাকায় উপজেলা ও পৌর জামায়াত এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে জামায়াতের স্থানীয় ও কেন্দ্রিয় নেতারা বক্তব্য রাখেন। এসময় প্রবাসীদের শুধু ভোটাধিকার নয়, তাদের ভোটগ্রহণ নিশ্চিত করারও দাবি জানান তিনি।

জামায়াত আমীর বলেন, ‘চারিত্রিক সম্পদের অভাবে ৫৪ বছরেও এই দেশ গঠন হয়নি। যারা দায়িত্বপ্রাপ্ত হন, তারা জনগণের কথা ভাবেন না। তারা শুধু নিজের স্বার্থ দেখেন। তারা দুদককে ভয় পায়, আল্লাহকে পায় না। দুদকের পরিবর্তে আল্লাহকে ভয় করলে দেশ অনেক এগিয়ে যেত।’

আওয়ামী লীগ আমলে অবৈধভাবে দেশের বিপুল অর্থ পাচারের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘এই পাচার হওয়া টাকা দেশে থাকলে দেশে আর কোনো আর্থিক সংকট থাকতো না।’

দুর্নীতির বহু রূপ আছে উল্লেখ করে তিনি বলেন, সবচেয়ে ভয়াবহ হচ্ছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি।

তিনি বলেন, ‘জামায়াতের নেতৃত্বে মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফের দেশ হবে বাংলাদেশ।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসীবাদ বিরোধী বিপ্লবের ক্রেডিট এককভাবে কারো নয়। এই বিপ্লবের নিদির্ষ্ট কোনো মাস্টারমাইন্ডও নেই। সবাই এর অংশিদার। সবাই মিলেই একটি সুখি সমৃদ্ধ দেশ হবে বাংলাদেশ।’

সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে উপস্থিত হন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *