ডায়াল সিলেট ডেস্ক :: রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) এক ঘণ্টার ব্যবধানে প্রাণ গেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র জারিফ ফারহান (১৩) ও অফিস সহায়ক হিসেবে কর্মরত মাসুমা (৩২)।

 

শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জারিফ। কিছু সময় পরই মৃত্যু হয় মাসুমার। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান

 

তিনি বলেন, জারিফের শ্বাসনালীসহ শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। সে লাইফ সাপোর্টে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল। অপরদিকে মাসুমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হওয়ায় তার অবস্থাও ছিল আশঙ্কাজনক।

 

এ চিকিৎসক আরও বলেন, বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে ইনস্টিটিউটে ভর্তি হওয়া আহতদের মধ্যে এখন পর্যন্ত ১৭ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৮ জন, যাদের মধ্যে চারজন আইসিইউতে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

 

নিহত জারিফ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের সপ্তম শ্রেণিতে পড়তো। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর সদর উপজেলার শ্রীপুর এলাকায়। জারিফ তাদের দুই ভাইবোনের মধ্যে ছোট।

 

এর আগে শুক্রবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিক্ষার্থী—আইমান (১০) ও আব্দুল মুসাব্বির মাকিন (১৩)—জীবনের যুদ্ধে হেরে যায়। আইমানের শরীরের ৪৫ শতাংশ এবং মাকিনের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।

 

 

গত ২১ জুলাই দুপুর সোয়া ১টার দিকে দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মুহূর্তেই ভবনে আগুন লেগে যায় এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় শিক্ষার্থীদের দগ্ধ হওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটে, যা এখন দেশের প্রতিটি মানুষের হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *