ডায়াল সিলেট ডেকস

মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ এবার রূপ নিচ্ছে রুপালি পর্দায়। পন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করেছেন কলকাতার খ্যাতনামা পরিচালক সুমন মুখার্জি। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১ আগস্ট সিনেমাটি মুক্তি পাচ্ছে।

এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্র ‘কুসুম’-এর ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। কুসুম—এক রহস্যময়, জীবনীশক্তিতে পরিপূর্ণ নারী, যার চরিত্র নির্মাতা বলছেন “অদম্য ও সময়কে অতিক্রম করে যাওয়া এক সত্তা।”

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ‘পুতুলনাচের ইতিকথা’র ট্রেইলার প্রকাশ করা হয়। সেখানে পরিচালক স্মরণ করান মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত সংলাপ: “শরীর! শরীর! তোমার মন নাই কুসুম?” —এই সংলাপ নিয়েই শুরু হয় আলোচনার ঢেউ। অভিনেত্রী জয়া আহসান ব্যাখ্যা দেন এভাবে— “মন দিয়ে তো মানুষকে ছোঁয়া যায় না, শরীর দিয়ে মন ছুঁতে হয়। আমার কাছে মন ও শরীর—উভয়ই সমান গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, কুসুমের কাছেও তাই।”

সিনেমাটির শুটিং শেষ হয়েছিল অনেক আগেই, কিন্তু নানা জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল মুক্তির প্রক্রিয়া । সময় পেরিয়ে গেলেও পরিচালক মনে করেন, এই উপন্যাস ও সিনেমার বিষয়বস্তু এখনো প্রাসঙ্গিক । তার ভাষায়, “যেমন ‘কুসুম’ চরিত্রটি সময়ের সীমানা ছাড়িয়ে যায়, তেমনই জয়া আহসানকেও সেই চরিত্রের সঙ্গে আলাদা করে দেখা যায় না ।”

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *