ডায়াল সিলেট ডেকস

জকিগঞ্জে এক স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় ৫ জনকে আসামী করে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) মামলাটি দায়ের করেন ভুক্তভোগী স্কুল ছাত্রী। জকিগঞ্জ থানার মামলা নং ১০। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না জানান, মামলা দায়ের পরবর্তী সরজমিনে গিয়ে ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে ৫ জনকে আসামি করে নিয়মিত মামলা এফআইআর হিসেবে গন্য করা হয়েছে।

জানা গেছে, আসামীরা ভুক্তভোগী ১৬ বছর বয়সী স্কুল শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পাশাপাশি ভিডিও ধারণ করে।ভুক্তভোগী ছাত্রী পজেলার বারহাল ইউনিয়নের নিদপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগীর স্বজনরা জানিয়েছেন, গত শনিবার মেয়েটি স্কুলে পাইভেট পড়া শেষ করে বিদ্যালয় থেকে টেইলার্সের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার সময় এক সিএনজি চালক তাকে জোরপূর্বক তুলে নেন। পরে স্থানীয় শাহগলী সিএনজি স্ট্যান্ডের কয়েকজন চালক ওই চালকের কাছে ২৫ হাজার টাকা দাবি করলে একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। মেয়েটিকে পা্শ্ববর্তী ব্রিকফিল্ডে নিয়ে জোরপূর্বক তিনজন মিলে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। ধর্ষণের সময় মেয়েটি অজ্ঞান হয়ে যায় এবং জ্ঞান ফেরার পর সিএনজি চালক তাকে বাড়ির পাশে এসে নামিয়ে দিয়ে যায়। এরপর তারা ভিডিও দেখিয়ে মেয়েটিকে মুখ না খোলার জন্য ভয় দেখায়। এক পর্যায়ে এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মেয়েটি বাধ্য হয়ে পরিবারের কাছে সত্য ঘটনা উন্মোচন করে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না জানান, আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত আছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *