ডায়াল সিলেট ডেকস
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের (২০২৫-২০২৭) পূর্বের তারিখ বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুন তফসিল ঘোষণার সংশোধিত নতুন তফসিল বৃহস্পতিবার (৩১ জুলাই) ঘোষণা করা হবে বলে জানা গেছে । সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশোধনী তফসিল ঘোষণা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে । ২৯ জুলাই ৫.৪৬.৯১০০.০০০.০০৮.৪৭.০০০৪.২৫.১২ নং স্মারক মাধ্যমে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তার মিতা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালনা পর্ষদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে ১৪ মে ২০২৫ তারিখে সিউচেকইন্ডা-২০২৫ ৯০(১০) নম্বর স্মারকমূলে নির্বাচন বোর্ড গঠন করা হয়। বাণিজ্য সংগঠন আইন ২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ এবং সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী ২০২৫-২০২৭পরিচালনা পর্ষদের ০১(এক) জন সভাপতি, ০১(এক) জন সহ-সভাপতি এবং ০৯ (নয়) জন পরিচালকসহ সর্বমোট ১১ (এগারো) সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠনের উদ্দেশ্যে ৩১ জুলাই ২০২৫ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর সম্মেলন কক্ষে সংশোধনী তফশিল ঘোষণা সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
নির্বাচন সুষ্টুভাবে সম্পন্নের লক্ষ্যে ১০ জুলাই বৃহস্পতিবার ভোটার তালিকা প্রকাশ, প্রাথমিক ভোটার তালিকার বিষয়ে বোর্ডের কাছে আপত্তি দাখিল ১১ থেকে ১৩ জুলাই, আপিলের শুনানী ১৪ থেকে ১৬ জুলাই, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৭ জুলাই, মনোনয়নপত্র দাখিল ১৭ থেকে ২৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই ২৭ জুলাই,বৈধ মনোনীত প্রার্থীগণের তালিকা প্রকাশ ৩১ জুলাই,প্রার্থী বাতিল বিষয়ে বোর্ডের কাছে আপত্তি ১ থেকে ৩ আগষ্ট, শুনানী গ্রহণ ও নিস্পত্তি ৪ থেকে ৬ আগষ্ট এবং বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ৭ আগষ্ট। প্রার্থীতা প্রত্যাহার ৮ থেকে ১০ আগষ্ট, প্রত্যাহার পরবর্তী মোট চূড়ান্ত প্রার্থী তালিকা ১০ আগষ্ট প্রকাশ করা হবে। ৩০ আগষ্ট সকাল ৯ টা থেকে ৩ পর্যন্ত চলবে ভোট গ্রহণ।