ডায়াল সিলেট ডেকস

দক্ষিণ সুরমার প্রবীণ শিক্ষাবিদ ও সমাজসেবক বিধান ভূষণ চক্রবর্তী (৭৮) পাড়ি জমিয়েছেন পরপারে ।

বুধবার (৩০ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কারণ ছিল মস্তিষ্কে রক্তক্ষরণ।

তিনি ছিলেন দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়-এর অবসরপ্রাপ্ত শিক্ষক। দীর্ঘ ৪৪ বছর শিক্ষকতা শেষে ২০১২ সালে অবসর গ্রহণ করেন। শিক্ষা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে তিনি ছিলেন একজন অগ্রপথিক। তাঁর মৃত্যুতে দেশে-বিদেশে ছড়িয়ে থাকা হাজারো শিক্ষার্থী গভীর শোক প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন প্রিয় `শ্যামল স্যার’ নামে পরিচিত।

বুধবার সকালেই তাঁর সিলেট শহরের দাড়িয়াপাড়াস্থ বাসভবনে বহু শুভানুধ্যায়ী শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন । বিকেলে তাঁর গ্রামের বাড়ি সিলাম ব্রাহ্মণপাড়াতে শেষকৃত্য সম্পন্ন করা হয়। শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী, শিক্ষক, ছাত্র ও এলাকাবাসী সহ অনেকে ।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন দুই পুত্র, পুত্রবধূ, নাতি-নাতনী, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য গুণগ্রাহী। তাঁর বড় ছেলে বিনায়ক চক্রবর্তী পূবালী ব্যাংকের দরগাগেট শাখায় ও ছোট ছেলে বিরাজ কান্তি চক্রবর্তী একই ব্যাংকের কালিঘাট শাখায় কর্মরত রয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *