ডায়েল সিলেট ডেস্ক:
রাশয়িার র্পূব উপকূলে মঙ্গলবার সকালে আঘাত হানা ৮ দশমকি ৮ মাত্রার ভূমকিম্পটকিে আধুনকি ইতহিাসরে অন্যতম শক্তশিালী ভূকম্পন হসিবেে চহ্নিতি করছেে আর্ন্তজাতকি ভূতাত্ত্বকি সংস্থাগুলো। র্মাকনি ভূতাত্ত্বকি জরপি সংস্থা ইউএসজএিস জানয়িছে,ে এই ভূমকিম্পটি রখিটার স্কলেে ইতহিাসে ষষ্ঠ শক্তশিালী ভূকম্পন হসিবেে তালকিাভুক্ত হয়ছে। এর কন্দ্রেস্থল ছিলো কামচাতকা উপদ্বীপরে পত্রেোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থকেে প্রায় ১৩৬ কলিোমটিার র্পূবে প্রশান্ত মহাসাগররে তলদশে।ে ভূমকিম্পরে গভীরতা ছলি প্রায় ৪০ কলিোমটিার।১৯৫২ সালে একই এলাকায় সংঘটতি ৯ মাত্রার ভূমকিম্পরে পর এটইি এ অঞ্চলে সবচয়েে শক্তশিালী কম্পন।
ইউএসজএিসরে তথ্য অনুযায়ী, রখিটার স্কলেে ইতহিাসরে সবচয়েে শক্তশিালী ভূমকিম্পটি হয়ছেলি ১৯৬০ সালে চলিরি ভালদভিয়িায়, যার মাত্রা ছলি ৯ দশমকি ৫। এরপর রয়ছেে ১৯৬৪ সালরে আলাস্কা (৯.২), ২০০৪ সালরে সুমাত্রা (৯.১), ২০১১ সালরে জাপানরে তোহোকু (৯.১), এবং ১৯৫২ সালরে রাশয়িার কামচাতকা (৯.০)।
রাশয়িার আজকরে ভূমকিম্পটরি মাত্রা ৮.৮ হওয়ায় এটি ইতহিাসরে ষষ্ঠ স্থান দখল করছে।ে প্রাথমকিভাবে কোনো বড় ধরনরে প্রাণহানি বা ক্ষয়ক্ষতরি খবর না মলিলওে কামচাতকা অঞ্চলে একটি কন্ডিারর্গাটনেরে ছাদ ধসে পড়ার খবর পাওয়া গছে।ে ভূমকিম্পরে পর জাপানে সুনামি সর্তকতা জারি করা হয়ছে।ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে সসিমকি সক্রয়িতা বড়েে যাওয়ায় বভিন্নি দশেে প্রস্তুতি জোরদার করা হয়ছে।ে ভূমকিম্প পরর্বতী ক্ষয়ক্ষতরি র্পূণ চত্রি জানতে আরও সময় লাগবে বলে জানয়িছেে সংশ্লষ্টি র্কতৃপক্ষ।
এযাবৎকালীন বিশ্বের সবচয়েে শক্তশিালী ১০ ভূমকিম্পরে তালকিা:
১. চলি,ি ভালদভিয়িা – ৯.৫ মাত্রা (১৯৬০)
২. আলাস্কা, যুক্তরাষ্ট্র – ৯.২ মাত্রা (১৯৬৪)
৩. সুমাত্রা, ইন্দোনশেয়িা – ৯.১ মাত্রা (২০০৪)
৪. তোহোকু, জাপান – ৯.১ মাত্রা (২০১১)
৫. কামচাতকা, রাশয়িা – ৯.০ মাত্রা (১৯৫২)
৬. র্পূব রাশয়িা, কামচাতকা – ৮.৮ মাত্রা (২০২৫)আজকে সংঘটিত ভূকম্পন
৭. ইকুয়ডের-কলম্বয়িা – ৮.৮ মাত্রা (১৯০৬)
৮.র্ যা ট আইল্যান্ডস, আলাস্কা – ৮.৭ মাত্রা (১৯৬৫)
৯. আসাম-তব্বিত – ৮.৬ মাত্রা (১৯৫০)
১০. ভারত মহাসাগরীয় অঞ্চল – ৮.৬ মাত্রা (২০১২)