ডায়াল সিলেট ডেকস

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিঁড়ি) চাকা মেরামতের সময় একটি চাকার বিস্ফোরণে রুম্মান আহমদ (২২) নামের এক টেকনিশিয়ান নিহত হয়েছেন । আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন যখন চাকা খুলে নিচ্ছিল, শেষ দিকে হঠাৎ করে একটি চাকা বিস্ফোরিত হয়। তাতে দুই কর্মী আহত হন।

নিহত রুম্মান সিলেটের এয়ারপোর্ট থানাধীন টিলাপাড়া গ্রামের বাসিন্দা।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, কয়েকজন কর্মী বোর্ডিং ব্রিজের সিঁড়ির চাকাটি মেরামত করছিলেন। হঠাৎ চাকা বিস্ফোরিত হয় এবং দুই কর্মী গুরুতর আহত হন।

দ্রুত তাদেরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর গুরুতর অবস্থায় রোমানকে আইসিইউতে ভর্তির প্রয়োজনীয়তা দেখা দেয়। সেখানে আইসিইউর সিট খালি না পাওয়ায় তাকে নিয়ে যাওয়ায় হয় রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু সেখানে আইসিইউতে ভর্তিতে ১০/১৫ মিনিট দেরী হয় বলে জানিয়েছেন রুম্মানের চাচা আব্দুল কাইয়ুম। এরমধ্যেই বিকাল সাড়ে তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।গুরুতর আহত আরেক টেকনিশিয়ান ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন।

বিমানবন্দরের পরিচালক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কথাও জানিয়েছেন। বলেছেন, ‘ঘটনাটি অবশ্যই দুঃখজনক। এতে বিমান বা বিমানবন্দরের কোনো ক্ষতি হয়নি। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখবো। এটা ছিল একটা রুটিন কাজ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *