ডায়াল সিলেট ডেকস
গণঅভ্যুত্থান বর্ষ পূর্তি উপলক্ষে ৩১ জুলাই বৃহস্পতিবার বেলা ১২ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত হয় জুলাই পূনর্জাগরন অনুষ্ঠান ।অনুষ্ঠান মালায় ২০২৫ এর অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান বর্ষ পূর্তি তে গ্রাফিতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়া ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন। পরে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘরে বিভিন্ন ধরনের গ্রাফিতি এবং যাদুঘরে রক্ষিত দুর্লভ জিনিস পত্র ঘুরে ঘুরে দেখেন।
প্রদর্শনীতে স্কুল, কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহন করেন।
গণঅভ্যুত্থানের তাৎপর্য ও দেশের ইতিহাসে এর গুরুত্ব তুলে ধরে বিভিন্ন গ্রাফিতি চিত্রিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়াই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।এই ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে জানতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সহায়ক হবে। অনান্য ক্তারা জুলাই গণঅভ্যুত্থানের মর্য াদা ও গুরুত্ব আলোচনা করেন ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিরোধা রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপস শীল, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, জেল সুপার মোঃ মাঈন উদ্দিন, জেলা মৎস্য অফিসার সামসুল করিম, জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, সুনামগঞ্জ সদর ইউএনও সুলতানা জেরিন, জেলা শিল্প কলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মনজুরুল হক চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর শওকত, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী প্রমুখ।