ডায়াল সিলেট ডেস্ক :: জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারী শনিবার সকাল ৭.৩০ মিনিটে শুরু হবে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই তথ্য জানান।
তিনি বলেন ডা,জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে চিকিৎসক দল জামায়াত আমীরের বাইপাস সার্জারী করবেন। জামায়াত আমীর বর্তমানে ওই হাসপাতালে ভর্তি আছেন। এর আগে গত বুধবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় এই ব্লক ধরা পড়ে বলে জানিয়েছেন জামায়াত আমীরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম।