ডায়াল সিলেট ডেকস
পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, রাতে নগরীর লামাবাজারের বিলপাড় ও জিন্দাবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন (৬০) এবং গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন (৪১)।
পুলিশ জানায়, বুধবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে জিন্দাবাজারস্থ হোটেল রিভারভিউ হোটেলের সামনে থেকে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। তিনি গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
এরপর রাতের প্রথম প্রহর (৩১ জুলাই) সাড়ে ১২টার দিকে নগরের লামাবাজার বিলপাড় এলাকা থেকে বোরহান উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। তিনি জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে লামাবাজার এলাকায় বসবাস করেন এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ছিলেন।
লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. আলী খান বলেন, তারা দুজন’ই কোতোয়ালী মডেল থানায় দায়ের হওয়া সশস্ত্র হামলার মামলায় এজাহারভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।