ডায়াল সিলেট ডেকস

সুনামগঞ্জে দুটি উপজেলা সীমান্ত এলাকা হতে চোরাই পথে্ ট্রলারভর্তি করে ভারত থেকে আনা ৩২টি গরু জব্দ করেছে ২৮ ব্যাটালিয়ন বিজিবি। এর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকার বেশি। 

শনিবার(২ আগস্ট) ভোর রাতে জেলার তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্ত থেকে এসব গরু আটক করা হয়।  বিজিবির উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা গরু রেখে পালিয়ে যায়।

বিজিবি সূত্র জানা গেছে,জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে ভোর রাতে বীরেন্দ্রনগর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯২/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াছড়া থেকে একটি স্টিলবডি নৌকাসহ ১৮টি ভারতীয় গরু আটক করে। এসব গরু ও নৌকার সিজার মূল্য ২০ লক্ষ চল্লিশ হাজার টাকা।

অপর দিকে,জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বিওপি সীমান্ত পিলার ১২৩০/এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর থেকে ১৪টি ভারতীয় গরু আটক করে। যার সিজার মূল্য ৯ লক্ষ ৮০ হাজার টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এর সত্যতা নিশ্চিত করে জানান,আটক স্টিলবডি নৌকাসহ ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *