ডায়াল সিলেট ডেকস

বিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের মধ্য দিয়ে যাওয়া পুরাতন মহাসড়কে গাছ ফেলে ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত।

শুক্রবার (১ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে সুরমা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

প্রথমে চুনারুঘাট থেকে মাধবপুরমুখী দুটি ট্রাকের চালকদের পথরোধ করে বাটন ফোন ও হাত খরচের টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এরপর আরও কয়েকটি যানবাহন সেখানে আটকা পড়ে। পরিস্থিতি আঁচ করতে পেরে আরোহীরা চিৎকার শুরু করলে চুনারুঘাট থানা, মাধবপুর থানা ও তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে ডাকাত দল পালিয়ে যায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যা এবং চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

তারা আরও জানান, ঘটনাস্থল মাধবপুর থানার আওতায় হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা তারাই নেবেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *