ডায়াল সিলেট ডেকস

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা।বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার বোবরথল (করইছড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

বেশ কয়েকদিন ধরে বোবারথল গ্রামের একাধিক কৃষকের ছাগল গোয়ালঘর থেকে উধাও হয়ে যাচ্ছিল। প্রথমে ছাগল চুরির সন্দেহে গ্রামজুড়ে উৎকণ্ঠা দেখা দিলেও বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে প্রকৃত রহস্য উন্মোচিত হয়।মাঠে ঘাস খাওয়া অবস্থায় একটি ছাগলকে আক্রমণ করে গিলে ফেলছিল এক বিশাল অজগর। এ দৃশ্য দেখে চিৎকার করে ওঠে ছাগলটি, এবং সেই আওয়াজে গ্রামের কয়েকজন কৃষক ঘটনাস্থলে ছুটে যান। এরপর এলাকার সবাই দেশীয় অস্ত্র নিয়ে সাপটিকে পিটিয়ে হত্যা করেন।

এ ঘটনার কয়েকটি ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় পরিবেশকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে এ ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। শুক্রবার (১ আগস্ট) এ ঘটনার সত্যতা স্বীকার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজার এর বিভাগীয় কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। আমাদের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, অজগরটি বনের খাদ্য সংকটে পড়ে লোকালয়ে ঢুকেছিল। আমরা তথ্য-উপাত্ত সংগ্রহ করছি এবং প্রয়োজনে বন্যপ্রাণী আইনে ব্যবস্থা নেওয়া হবে।

দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, সাপটি ৫ নম্বর ছাগল খাওয়ার সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হত্যা করেছেন।

তারা সম্পূর্ণ ভয়ে ও আত্মরক্ষার তাগিদে এ কাজ করেছেন, কারণ এই অজগরটির কারণে তারা তাদের ৫টি ছাগল হারিয়েছেন।

এদিকে প্রাণী সংরক্ষণে সচেতন মহল অজগরের এভাবে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *