ডায়াল সিলেট ডেকস
হবিগঞ্জের মাধবপুরে নিজরই বসত ঘর থেকে সুয়েব মিয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ।
মরদেহটি রবিবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।
মৃতের পরিবারের দাবি জানায় , পারিবারিক কলহের জেরে বিকেলে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুয়েব।
তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।