ডায়৪াল সিলেট ডেকস

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুইটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই  দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন ।

রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এই  দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সুমন (২৯), পিতা: আল আমিন, বাড়িউড়া, সরাইল; লোকমান হোসেন (৩০), পিতা: মকবুল আলী, মৈন্দ, সদর; তুহিন হাসান (২৯), পিতা: শাহজাহান মিয়া, মৈন্দ, সদর; আকরাম (২৫), পিতা: শাহজাহান মিয়া, সাতগাঁও, বিজয়নগর; মনিরুজ্জামান (২১), পিতা: ফজু মিয়া, খামার মোহনা, গঙ্গাচড়া, রংপুর

পুলিশ ও নিহতদের পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বিকেলে সুমন, লোকমান ও তুহিন মোটরসাইকেলে করে বিজয়নগরে ফুটবল খেলা দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তখনই পাশ থেকে আসা একটি সিএনজি অটোরিকশাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

আহতরা হলেন- সবুজ (১৯), পিতা: ফজল মিয়া, সাতগাঁও; আহাদ (২০), পিতা: সৈয়দ মিয়া, ইব্রাহিমপুর; আল আমিন, চালক, কালিসীমা, চান্দুরা; ইয়ামিন, পিতা: দুলাল মিয়া, সাতগাঁও

সরাইল খাঁটিহাটা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের ভিত্তিতে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতির যান চলাচল ও অসাবধানতার কারণে এ দুর্ঘটনার জন্য দায়ী করছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *