ডায়াল সিলেট ডেকস

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি অভিবাসীর দায়ের করা মামলায় ১০ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে দেশটির ট্যাকটিক্যাল রেসপন্স টিম (টিআরটি)। অর্থ চুরি ও মালামাল ক্রোকের অভিযোগে সোমবার (৪ আগস্ট) তাদের গ্রেফতার করা হয়।

মোহাম্মদ আলী নামে এক বাংলাদেশি নাগরিক জোহানেসবার্গের উপকণ্ঠে ইডেনভিল শহরে একটি দোকান পরিচালনা করেন। গত জুন মাসে, চারজন পুলিশ ও ছয়জন মেট্রো পুলিশ তার দোকানে অভিযান চালিয়ে ৩৫ হাজার রেন্ড নগদ অর্থ এবং দেড় লাখ রেন্ড মূল্যের সিগারেটসহ বিভিন্ন মূল্যবান মালামাল জব্দ করে।

তবে মোহাম্মদ আলীর দাবি, জব্দকৃত সকল পণ্যের বৈধ ক্যাশ মেমো তার কাছে ছিল। পুলিশি কার্যক্রমে অসঙ্গতি দেখে তিনি ইডেনভিল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে টিআরটি অভিযান চালিয়ে অভিযুক্ত চারজন দক্ষিণ আফ্রিকান পুলিশ ও ছয়জন ইখুরেলিনি মেট্রো পুলিশ সদস্যকে গ্রেফতার করে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, পুলিশ সদস্যরা দোকানে ভাঙচুর চালাচ্ছেন, দোকান সহকারীদের হুমকি দিচ্ছেন, স্টোররুম থেকে সিগারেট ও মূল্যবান পণ্য নিয়ে যাচ্ছেন, একজন পুলিশকে কাউন্টার থেকে নগদ অর্থ নিতে এবং আরেকজনকে দোকান থেকে বেরিয়ে নাচতে দেখা যায়।

দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় গণমাধ্যম নিউজ২৪ জানিয়েছে, জব্দকৃত সিগারেটের মধ্যে মূল্যবানগুলো পুলিশ সদস্যরা নিজেদের কাছে রেখে দেয়, আর কম দামি সিগারেটগুলো জব্দ তালিকায় দেখায়।

এই ঘটনার পর দেশটির অভ্যন্তরীণ পুলিশ বিভাগ তদন্ত জোরদার করেছে।

মোহাম্মদ আলীর এই পদক্ষেপ দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাহস ও আশার আলো জাগিয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *