ডায়াল সিলেট ডেকস

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান জাকিরের বিরুদ্ধে এক যুবতীকে ধর্ষণের  অভিযোগ উঠেছে।

বুধবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আয়াতুন্নবী।

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ ভুক্তভোগী তরুণী জানান, তিন বছর আগে হাবিবুর রহমান জাকির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে জাকির তাকে তার বন্ধু জুয়েল আকরাম রানার বাসায় নিয়ে যান। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে ব্ল্যাকমেইল করে নিয়মিত ধর্ষণ চালাতে থাকে জাকির। সম্প্রতি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করে তরুণী জানতে পারেন, তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা।

তিনি আরো বলেন, ‘তারপর হাবিবুর রহমান জাকিকে জানালে সে আমার বাচ্চা নষ্ট করার জন্য বলে। না হয় আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে।

স্থানীয় চেয়ারম্যান কাছে বিচার নিয়ে গেলে তিনি আশ্বাস দিলে হাবিবুর রহমান জাকি ও তার পরিবার বিষয়টি দেখবে বলে কালক্ষেপণ করেন। পরে আমি হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ মামলা করি।’

অভিযুক্ত মো. হাবিবুর রহমান জাকির সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন পলাশ বলেন, ‘আমি অন্তঃসত্ত্বা মেয়েটির অভিযোগ পেয়েছি।

হাবিবুর রহমান জাকি ও তারপর পরিবারকে চাপ দিলে তারা এলাকা ছেড়ে পালিয়েছে। তাই সমাধান করতে পারিনি।’

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, আদালত থেকে এমন কোনো কাগজ আমরা এখনো পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *