ডায়াল সিলেট ডেকস
বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবতীর চিনাকান্দি এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করার অপরাধে আইনে ২ জনকে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার( ৫ জুলাই) দেবনাথ উপজেলার চিনাকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুর গাড়িসহ অভিযুক্ত ২ জনকে আটক করা হয়।
বিশ্বম্ভরপুর উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিট্রেট মেরিনা অভিযান পরিচালনা করে আটককৃতদের ১ লক্ষ টাকা করে জরিমানা করেন ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
পরিচালনায় সহযোগিতা করেন থানার পুলিশ ফোর্স ও আনসার সদস্যরা। এরপর পরে বালুসহ গাড়ি বিশ্বম্ভরপুর থানার ওসির জিম্মায় রাখা হয়।