ডায়াল সিলেট ডেকস
সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত ‘বিগ টিকিট’ লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩ কোটি ৫৬ লাখ টাকা) জিতেছেন বাংলাদেশি প্রবাসী সবুজ। তিনি ‘বিগ টিকিট সিরিজ ২৭৭’-এর অধীনে ১৯৪৫৬০ নম্বর টিকিট দিয়ে এই বিশাল অঙ্কের পুরস্কার জেতেন।
এই ড্রতে সবুজ ছাড়াও আরও ছয়জন সান্ত্বনা পুরস্কার হিসেবে ৫০ হাজার দিরহাম করে পেয়েছেন। এর পাশাপাশি, ‘বিগ উইন হুইল’ ঘুরিয়ে চারজন প্রতিযোগী ৫০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার দিরহাম পর্যন্ত জিতেছেন।
উল্লেখ্য, এর আগের মাসেও আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ নাসের বেলাল বিগ টিকিটে প্রায় ৭৯ কোটি টাকা জিতেছিলেন।
আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ১৫ মিলিয়ন দিরহামের আগস্ট মাসের গ্র্যান্ডপ্রাইজ ড্র। সেই রাতে আরও ছয়জন ১ লাখ দিরহাম করে পাবেন।
এছাড়াও, আগস্ট মাস জুড়ে যারা দুই বা তার বেশি টিকিট কিনবেন, তারা সরাসরি ড্রতে অংশ নিয়ে ৫০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার দিরহাম জেতার সুযোগ পাবেন। আগস্ট মাসের বিশেষ পুরস্কার হিসেবে একজন ভাগ্যবান বিজয়ী একটি বিএমডব্লিউ এম৪৪০আই গাড়িও জিতবেন।