ডায়াল সিলেট ডেকস
সিলেট নগরীর কাজিটুলা এলাকায় পুকুরের পানিতে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। কাজিটুলা লোহারপাড়া এলাকার মৃত নুরুল আমিনের স্ত্রী আমেনা বেগম (২৫)।
জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে কাজীটুলা এলাকায় লোহারপাড়া গলিতে এক নারী নিজ বাসার সামনের পুকুরে পড়ে যান। পরে স্থানীয়রা তাৎক্ষনিকভাবে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বুধবার সকালে নগরীর কাজিটুলা এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।