ডায়াল সিলেট ডেকস

সুনামগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।আরও দুজন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন । আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে  এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা দুই শিক্ষার্থীসহ তিনজন প্রাণ হারান। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

নিহতরা হলেন সুনামগঞ্জ পৌর এলাকার আরপিন নগরের দেলোয়ার হোসেনের মেয়ে শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা খুশী (১৭), শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী (১৮) ও সুনামগঞ্জ শহরের আলিপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৫০)।

আরও জানা গেছে, দুর্ঘটনার পর আহত দুজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম জানান, ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। বাসচালককে আটকের চেষ্টা চলছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *