ডায়াল সিলেট ডেকস

হবিগঞ্জে আদালতের হাজতখানায় শিশুসন্তানকে কোলে নিয়ে এক ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল । এ ঘটনায় দায়িত্বরত পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্য হলেন- হবিগঞ্জ কোর্ট পুলিশের এএসআই সবুজ চন্দ ও কনস্টেবল উজ্জ্বল মিয়া।

বুধবার(৬ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের নির্দেশে তাদের ক্লোজড করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক শেখ নাজমুল হক জানান, সোমবার হাজিরার জন্য কারাগার থেকে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে আদালতের হাজতখানায় রাখা হয়। এ সময় তার স্ত্রী সম্প্রতি জন্ম নেওয়া সন্তানকে আদালতে আনেন। জাকির তার সন্তানকে কোলে নেওয়ার সুযোগ দিতে পুলিশের কাছে অনুরোধ করেন। এ সময় পুলিশ তার অনুরোধ রাখে। পরে সন্তানকে কোলে নেওয়ার ছবিটি ফেসবুকে ভাইরাল হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে দায়িত্বরত এএসআই সবুজ চন্দ ও কনস্টেবল উজ্জ্বল মিয়াকে ক্লোজড করা হয়।

প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি ছাত্রলীগ নেতা জাকির হোসেনকে শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ধরে পুলিশে সোপর্দ করেন। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *