পিতার বাংলোয় হামলার ঘটনায় বিশিষ্ট শিল্পপতি রাগীব আলীর মেয়ে রোজিনা কাদির কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । ৭ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালত তাকে এই আদেশ দেয় ।
জানা যায়, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণে নির্দেশ দেয়।
বিষয়টি নিশ্চিত করেন বাদি পক্ষের আইনজীবি এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।তিনি বলেন, এয়ার পোর্ট থানার সিআর মামলা নং- ২১৮/ ২৫ এর প্রধান আসামি রোজিনা কাদির আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নাকচ করে রোজিনা কে জেল হাজতে প্রেরণের আদেশ দেয়।
নেত্রকোনা জেলার সাতপাই গ্রামের বাসিন্দা জীবন কৃষ্ণ তালুকদারের ছেলে বিদ্যুৎ তালুকদার রাগীব আলী কন্যা রোজিনা কাদির (৫৭) কে প্রধান আসামি করে ৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৫ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। যা পরবর্তীতে এয়ার থানায় এজাহার হিসেবে রেকর্ড করা হয়।
এজাহারে বাদি নিজেকে সিলেট টি কোম্পানির মালনীছড়া ছা বাগানের সহকারি ব্যবস্থাপক হিসেবে কর্মরত উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, গত ২৯ জুলাই সকাল ১১ টার দিকে সমূহ আসামিগণ বেআইনি জনতাবদ্ধে মিলিত হয়ে লাটিসোঠা নিয়ে মালনীছড়ার বা্ংলোতে অনধিকার প্রবেশ করতঃ প্রধান ফটকের নিরাপত্ত কর্মীকে মারধর করে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ মালামাল নিয়ে যায়।
এই ঘটনার প্রেক্ষিতে তিনি আইনি প্রতিকার চেয়ে উক্ত মামলাটি দায়ের করেন। এয়ার পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান ১ আগস্ট উক্ত মামলাটি (নং- ১(৮)২৫) রেকর্ড করেন এবং উপ-পরিদর্শক মো. কামরুজ্জামান কে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়।