ডায়াল সিলেট ডেস্কঃ-
শনিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন , ‘দেশের নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছ ’।তাই মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসাই এখন একটা বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর ভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কাঠামো, এই খাতে ব্যাপক জনবলসহ সব কিছুই গুছিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সর্বাত্মক প্রচেষ্টা করছে কমিশন।”একইসঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা আগামী নির্বাচনে কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না জানিয়ে তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের হয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যেই কমিশন কাজ করবে।
গত নির্বাচনে যেসব প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণে সমস্যা তৈরি করেছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
নাগরিকদের উদ্দেশ্য প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ভোট দেয়া যেমন নাগরিক দ্বায়িত্ব; তেমনি ঈমানি দ্বায়িত্বও বটে।’
এছাড়া এআইএ এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এসব বিভ্রান্তি মোকাবেলা করার জন্য চেষ্টা করা হচ্ছে।’
জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা দেয়া হবে তবে ভোটকেন্দ্রের ভিতরে সরাসরি সম্প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।
মতবিনিময় সভায় রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভাগের প্রত্যেকটি জেলার নির্বাচনি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।