ডায়াল সিলেট ডেস্কঃ-
বিয়ানীবাজারে সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে আসা প্রায় আড়াই কোটি টাকার কসমেটিকসের চালান জব্দ করেছে পুলিশ। এসময় চোরাচালানে জড়িত দুই চোরাকারবারিকেও আটক করা হয়।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন কানাইঘাটের সাতপারি গ্রামের সাইনুল হকের ছেলে জাহেদ আহমদ (২৪) এবং মইন উদ্দিনের ছেলে হাসান ইমরান (২০)।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তঘেঁষা জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাথরের আড়ালে ভারতে উৎপাদিত এসব কসমেটিকস পণ্য পাচারের গোপন তথ্য পেয়ে চারখাই এলাকায় তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে কসকটখা-লালপুর সেতুর ওপর পাথর ও কসমেটিকস পণ্যবোঝাই ট্রাক পুলিশি চেকপোস্টে আটক করা হয়। পরে চারখাই ক্যাম্পে ট্রাক তল্লাশি করে ৭৪ কার্টুন ‘স্কিনশাইন’ ও ২৮ কার্টুন ‘আল্ট্রাব্রাইট’ নামক কথিত সৌন্দর্যবর্ধন ক্রিম পাওয়া যায়।
পুলিশ জানায়, পাথর বোঝাই একটি ট্রাক দিয়ে এসব পণ্য সীমান্ত থেকে অবৈধভাবে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃত পণ্যগুলো মূলত কথিত সৌন্দর্যবর্ধন ক্রিম হিসেবে বাজারে বিক্রি হয়ে আসছিল।
চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হোসাইন জানান, আটককৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৪৩ লক্ষ ৮৪ হাজার টাকা। সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান ও বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উজ্জামানের তদারকিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। অবৈধ পণ্য পরিবহনের অভিযোগে ওই ট্রাকটিও জব্দ করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উজ্জামান জানান, বিপুল অংকের রাজস্ব ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে অন্যত্র পাচার করা হচ্ছিল। আটকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।