ডায়াল সিলেট ডেসকঃ-

ফেসবুকে ছড়ানো একটি প্রচারণায় দাবি করা হয়, ‘ড. কামাল হোসেন ও মুক্তিযোদ্ধা জেড. আই. পান্নার নেতৃত্বে ১৫ আগস্ট রাজধানীর ৩২ নম্বরে শোক মিছিল যাবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্য গঠিত ‘৭১ মঞ্চ’-এর নামে চালানো প্রচারণাটি সঠিক নয় বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী ও মুক্তিযোদ্ধা জেড আই খান পান্না।

‘৭১ মঞ্চ’-এর অন্যতম সদস্য জাহিরুল ইসলাম (জেড আই) খান পান্না শুক্রবার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এ বিষয়ে লিখেছেন, ‘৭১ মঞ্চের নামে ড. কামাল হোসেন ও আমার নাম যুক্ত করে ১৫ আগস্ট ৩২ নম্বরে যাওয়ার কথা বলা সঠিক নয়।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *