ডায়ল সিলেট ডেস্কঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৭টি আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। 

শনিবার বিকাল ৪টায় রাজধানীর পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।

অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মুফতি মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলী সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দল ‘খেজুর গাছ’ প্রতীকের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করবে।

ঘোষিত প্রার্থীদের মধ্যে সুনামগঞ্জ জেলা থেকে ৫ জন প্রার্থী নির্বাচন করবে, যাদের মধ্যে সুনামগঞ্জ-১ আসনে মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সুনামগঞ্জ-২ আসনে মাওলানা ড. শোয়াইব আহমদ, সুনামগঞ্জ-৩ আসনে মাওলানা হাম্মাদ গাজীনগরী, সুনামগঞ্জ-৪ আসনে মাওলানা মুখলিসুর রহমান চৌধুরী এবং সুনামগঞ্জ-৫ আসনে নুরুল হক রয়েছেন।

সিলেট জেলার ৫টি আসনে প্রার্থী রাখা হয়েছে, যথা সিলেট-২ আসনে মাওলানা হোসাইন আহমদ বিশ্বনাথী, সিলেট-৩ আসনে মাওলানা নজরুল ইসলাম, সিলেট-৪ আসনে এডভোকেট মুহাম্মদ আলী, সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং সিলেট-৬ আসনে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।

মৌলভীবাজার থেকে তিন আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে; মৌলভীবাজার-১ এ মাওলানা বদরুল ইসলাম, মৌলভীবাজার-৩ এ মাওলানা জামিল আহমদ আনসারী এবং মৌলভীবাজার-৪ এ মাওলানা শেখ নূরে আলম হামিদী।

হবিগঞ্জ জেলার ৪টি আসনে প্রার্থী রয়েছেন মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী (হবিগঞ্জ-১), মাওলানা এখলাছুর রহমান রিয়াদ (হবিগঞ্জ-২), মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল (হবিগঞ্জ-৩) ও মাওলানা হেকিম নুরুজ্জামান আসাদী (হবিগঞ্জ-৪)।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা দেশের সার্বিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় জনগণের সহযোগিতা ও দোয়ার আহ্বান জানিয়েছেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *