ডায়াল সিলেট ডেস্কঃ’-
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ জন পুরুষ ও ২ জন নারীসহ ৭ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, আব্বাস আলী (৪৮) (হোটেলের ম্যানেজার), রুমান আহমদ (২৪), কামরুল ইসলাম (২০), রাহেল আহমদ (২৪), মো. রাজিব মিয়া (১৯), হালিমা আক্তার (১৯), নাজমুন নাহার (২৬)। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রোববার (১০ আগস্ট) বেলা আড়াইটার দিকে সিলেট নগরীর দক্ষিণ সুরমার থানাধীন চাঁদনীঘাট এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযান চলাকালে হোটেল আল তাকদীরে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোট ৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।