ডায়াল সিলেট ডেস্কঃ-

রোববার (১০ আগস্ট) নির্বাচন কমিশনের নির্বাচন শাখা জানায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলসহ ১৬টি নতুন দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার এসব দল মাঠ পর্যায়ের তদন্তের জন্য পাঠানো হবে।

ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ বলেন, ‘প্রাথমিক যাচাই-বাছাইয়ে ১৬ দল শর্ত পূরণ করেছে। গত ২২ জুন পর্যন্ত ১৪৫ দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল, কিন্তু প্রথম বাছাইয়ে কেউ শর্ত পূরণ করতে না পারায় প্রয়োজনীয় ঘাটতি পূরণের জন্য ১৫ দিনের সময় দেয়া হয়। সেই সময় শেষ হয়েছে ৩ আগস্টে।’

নিবন্ধনের জন্য দলের একটি কেন্দ্রীয় কমিটি, অন্তত এক তৃতীয় জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। পাশাপাশি দলের কোনো সদস্য সংসদ সদস্য থাকলে বা পূর্বের নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পেলে নিবন্ধনের যোগ্যতা পাওয়া যায়।

প্রাথমিক বাছাইয়ের পর দলগুলোর তথ্য সরেজমিন তদন্তের মাধ্যমে যাচাই করা হয় এবং আপত্তি শোনার পর কোনো আপত্তি না থাকলে দলগুলোকে নিবন্ধন সনদ প্রদান করা হয়।

নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে ভোটে অংশ নিতে পারে না

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *