ডায়াল সিলেট ডেস্কঃ-
বাংলাদেশে আগামীতে বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তাঁর মতে, সেই সংকট ওয়ান-ইলেভেন বা ফ্যাসিবাদের পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দিতে পারে।
রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘আঠারো থেকে চব্বিশ, কোটা সংস্কার থেকে রাষ্ট্রসংস্কার’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হলেও শঙ্কা কাটেনি, রাজনীতির আকাশে ঘন মেঘ রয়েছে। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না হলে ভয় ও অনিশ্চয়তার মধ্যে দেশ চলতে থাকবে।
তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলগুলো ছাত্রসংগঠনগুলোকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে এবং মেধাবীদের পরিবর্তে পেশিশক্তির হাতে নেতৃত্ব তুলে দিয়েছে, যা ছাত্ররাজনীতিকে তরুণদের কাছে ঘৃণিত করেছে। নুর বলেন, সংকট মোকাবিলায় ছাত্রদের সজাগ থাকতে হবে, কারণ তারাই অতীতে লড়াই করেছে এবং জীবন দিয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান এবং বিশেষ অতিথি ছিলেন কোটার সংস্কার আন্দোলনের নেতা মাসুদ মোন্নাফ। সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ।