ডায়াল সিলেট ডেস্কঃ-
দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে সিলেটের এমসি কলেজ ছাত্রদল।
সোমবার (১১ আগস্ট) ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ক্যাম্পাসে জমকালো সম্মেলন অনুষ্ঠিত হয় ব্যানার, পোস্টার ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে খান মোহাম্মদ সামি সভাপতি ও জুনেদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
কলেজ ছাত্রদল সূত্রে জানা গেছে, প্রায় ২১ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে এমসি কলেজে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। কাউন্সিলে মোট ভোটার ছিলেন ৬৩৯ জন। এর মধ্যে সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রসঙ্গত, সর্বশেষ ২০২১ সালের ১৮ জানুয়ারি সজিব আহমেদকে আহ্বায়ক ও মোহাইমিনুল হক তপুকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরে আহ্বায়ক বিদেশে গেলে প্রথম যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সাগর আহ্বায়কের দায়িত্ব পান। যদিও ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে কার্যক্রম স্থবির হয়ে ক্যাম্পাসে সংগঠনের প্রভাব কমে যায়।
গতকাল (১১ আগস্ট) দুপুরে সিলেটের ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখনো আতঙ্কিত। তারা এখনো ট্রমার মধ্যে রয়েছে । ঢাকা বিশ্বিবদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও অবস্থান করছে । তারা যেকোনো সময় যেকোনো ধরনের অপরাধ করতে পারে।
তিনি বলেন, ছাত্রলীগের টেন্ডারবাজির, হলের সিট বাণিজ্য আর সন্ত্রাসের রাজনীতির দিন শেষ হয়ে গেছে। কিন্তু সাধারণ ছাত্রদের মধ্যে এখনও তাদের নির্যাতনের ট্রমা কাটেনি । সাধারণ শিক্ষার্থীদের আবেগকে সম্মান জানিয়ে ছাত্রদল নতুন সময়ের রাজনীতি শুরু করেছে। গত এক বছর ছাত্রদল কোনো ধরনের গোপন তৎপরতা ও অপরাধে জড়ায়নি।
ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রদল চিহ্নিত রাজাকারদের বিরোধীতা করবে। একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব।
আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ছাত্রদল প্রকাশ্যে ছাত্ররাজনীতি করে। তাই কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। শিক্ষার্থীরা এখনো গেস্টরুম-গণরুমের ট্রমা কাটাতে পারেনি। তবে ছাত্রদল সেই রাজনীতি থেকে পরিবর্তন এনে শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে এগিয়ে যাবে।
এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাইমিনুল হক তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম কার্দি, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান। ছাত্রদল নেতৃবৃন্দ ছাড়াও কাউন্সিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।