ডায়াল সিলেট ডেস্কঃ-

সিলেটের সাদা পাথর লুটের বিরুদ্ধে সরব হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লুটেরাদের থামিয়ে প্রকৃতি রক্ষার আহ্বান জানান তিনি।

পোস্টে রুবেল লেখেন, ‘সিলেটের সাদা পাথর নেই তো, হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেদের থামাও। প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।’

গেল কয়েকদিনে সাদা পাথরের লুটের ভিডিও ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। জঘন্য এসব কর্মকাণ্ডে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন বিভিন্ন পেশার মানুষ ও পর্যটকরা। তারই ধারাবাহিকতায় কথা বলেছেন রুবেলও।

গেল ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রশাসনের দুর্বলতার সুযোগে শুরু হয় সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র সাদা পাথরের পাথর লুট। তবে গত দুই সপ্তাহে লুটেরাদের তাণ্ডবে লন্ডভন্ড অবস্থা কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রের।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় চলছে এসব পাথর লুটপাট। অনেকে আঙুল তুলেছেন বিএনপি ও যুবদল নেতাদের দিকে। এদিকে যাদের নামে অভিযোগ উঠেছে, সেসব ব্যক্তিদের সব ধরনের সাংগঠনিক পদ স্থগিত করেছে বিএনপি।

বিএনটি ছাড়া অন্যান্য দলের নেতাকর্মীদেরও এই লুটপাটের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এতে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে এই এলাকার পরিবেশ।

পরিবেশবিদরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে দেশের পর্যটকদের কাছে পরিচিত সাদা পাথর পর্যটন স্পটটি বিলীন হয়ে যেতে পারে। সরকার হারাতে পারে বড় অংকের রাজস্ব।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *