ডায়াল সিলেট ডেস্কঃ-

ঢাকার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক থাকা হত্যার মামলার আসামি রিপন (২৯) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন( র‌্যাব-৯)।

মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে রিপনকে গ্রেফতার করা হয়। তার বাড়ি মৌলভীবাজার জেলার রামেশ পুর থানার কমলগঞ্জ এলাকায়।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কয়েকজন কারাবন্দি ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা চালায়। তারা ভবন ভাঙচুর, দাঙ্গা ও অগ্নিসংযোগ করে কারাগার থেকে বের হওয়ার পর ১টা থেকে ২ ঘটিকার মধ্যে বাউন্ডারির উপর দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর গাজীপুরের কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়।

র‌্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার এবং সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার যৌথ অভিযান পরিচালনা করে মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে রিপনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য বধাহ্মণবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *