ডায়াল সিলেট ডেস্কঃ-

নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ি থেকে তিন খদ্দের-যৌনর্কমীসহ শিউলী খাতুন নামের এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শিউলী খাতুন জেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

গ্রেপ্তারকৃক অন্যরা হলেন, পৌর এলাকার শামসুন নাহার স্বপ্না (২৭), জেলার গুরুদাসপুর উপজেলার রোজিনা বেগম (৪০) ও মোজাম্মেল হোসেন (৩৮)।

শিউলী খাতুন গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। এর আগেও তিনি থানার ভেতরে নেচে-গেয়ে ভিডিও নির্মাণ করার পর তা ফেসবুকে প্রকাশ করায় গ্রেপ্তার হয়েছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শিউলী খাতুন বেশ কিছুদিন ধরে তার নিজ বাড়িতে বিভিন্ন এলাকা থেকে যৌনকর্মী নিয়ে এসে অসামাজিক কার্যকলাপ করাচ্ছিলেন। আজও তার বাড়িতে দুই নারী ও একজন পুরুষ এসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের চারজনকে গ্রেপ্তার করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শিউলী খাতুনের নামে অন্য একটি মামলায় ওয়ারেন্ট ছিল। তাকে সে মামলায় গ্রেপ্তার দেখানোসহ চারজনকেই অসামাজিক কার্যকলাপের অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *