ডায়াল সিলেট ডেস্কঃ-

পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ হারালেন আব্দুল কাদির আজাদ (২৮) নামের এক যুবক। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর জাতীয় উদ্যানে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদির আজাদ (২৮) গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকার আব্দুল জলিলের ছেলে।

 নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বিছনাকান্দি এলাকার নিজামউদ্দিনের ছেলে দেলোয়ার নামে এক যুবকের কাছে টাকা পাওনা ছিলেন আজাদ। টাকা আনতে বুরজান চা বাগানে গেলে তাকে ২ হাজার টাকা কম দেওয়া হয়। এ নিয়ে বাকবিণ্ডার জেরে আজাদকে খাদিমনগর জাতীয় উদ্যানে নিয়ে ছুরিকাঘাত করে দেলোয়ার ও তার সঙ্গীয়রা। গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল হক বলেন, ‘খাদিমনগর জাতীয় উদ্যান এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *