ডা্য়াল সিলেট ডেস্কঃ-
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কলি রানি দেব এর নেতৃত্বে সিলেট জেলা প্রশাসন বুধবার (১৩ আগস্ট) জাফলংয়ে পাথর লুটপাট বন্ধে অভিযান চালিয়েছে।
পরিচালিত এ অভিযানে বিজিবি, আনসার ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে নদীর তীরে ভিড়িয়ে রাখা বিভিন্ন নৌকা হ্যামার দিয়ে ভাঙা হয়, যা নদীর পাড়ে উপস্থিত অসংখ্য মাঝি লক্ষ্য করেন।
অভিযানের দায়িত্বপ্রাপ্তরা জানান, এসব নৌকা ব্যবহার করে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করা হয়, তাই প্রশাসন এসব নৌকা ভেঙে দিচ্ছে।
তবে স্থানীয় নৌকা মালিকদের দাবি ভিন্ন। ম
শাররফ নামের একজন বলেন, ‘যারা পাথর উত্তোলন করে তাদের পুলিশ কিছু বলতে পারে না, উল্টো তারা টাকা নেয়। অথচ আমাদের নৌকা ভেঙে দিয়েছে।’
অন্য একজন মাঝি বলেন, ‘আমি কিস্তিতে টাকা দিয়ে নৌকা বানিয়েছি। এখন নৌকা ভেঙে যাওয়ায় আমি কীভাবে চলব? সব দোষ গরিবদের উপর পড়ে, যারা পাথর উত্তোলন করে তাদের কিছু হয় না।’
জেলা প্রশাসনের অভিযান ও স্থানীয়দের অভিযোগের এই দ্বন্দ্বে পরিস্থিতি আপাতত উত্তেজনাকর অবস্থায় রয়েছে।