ডায়াল সিলেট ডেস্কঃ-

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে মোছাম্মৎ হোছনা বেগম (৩৫) নামক এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহত হোছনা বেগম উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং কুলাউড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। বুধবার (১৩ আগস্ট) বেলা ২টায় নিহতের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় তার স্বামী উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রুহুল আমিনের মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন শিক্ষিকা মোছাম্মৎ হোছনা বেগম। রাউৎগাও ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় পৌছার পর তিনি মোটরসাইকেলের চাকায় ওড়না পেছিয়ে যায়। এসময় শিক্ষিকা মোটরসাইকেল থেকে পিচঢালা রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে প্রথমে কুলাউড়া হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তিনি মারা যান। বুধবার বেলা ২টায় নিহত শিক্ষিকার জানাজা শেষে তাদের পারিবারিক গোনস্থানে দাফন করা হয়।

শিক্ষিকা মোছাম্মৎ হোছনা বেগমের এমন নির্মম মৃত্যুতে প্রাথমিক শিক্ষা বিভাগে শোকের ছায়া নেমে আসে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ‘আমাদেরকে পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *