ডায়াল সিলেট ডেস্কঃ-

ঢাকায় দুই দিনের ব্যবধানে দুই পাকিস্তানী মন্ত্রীর সফর অনুষ্ঠিত হবে বলে জানা যায় । পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২১ আগস্ট চার দিনের সফরে ঢাকায় আসবেন। আর দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ঢাকায় আসবেন ২৩ আগস্ট।

কূটনৈতিক সূত্র জানায়, দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবনের লক্ষ্যে এই সফর আয়োজন করা হয়েছে। ইসহাক দার ঢাকা সফরে দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং রাজনৈতিক ঘনিষ্ঠতা বৃদ্ধি বিষয়ে আলোচনা করবেন। ২৪ আগস্ট তার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

দুই দেশের ফরেন সার্ভিস একাডেমি ও সাংস্কৃতিক বিনিময়সহ একাধিক সমঝোতা স্মারকও এই সফরের সময় চূড়ান্ত করা হতে পারে। এছাড়া জাম কামাল খান ও ইসহাক দারের সফরের পরে পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবও ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের নানা পর্যায়ের আলোচনা সক্রিয় করতে উদ্যোগী হয় পাকিস্তান।

দুই দেশের দেড় দশকের শীতল সম্পর্ক পুনরুজ্জীবনের লক্ষ্যে গত এপ্রিলে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। এরই ধারাবাহিকতায় ইসহাক দার ঢাকা সফরে আসছেন। তিনি তাঁর সফরে সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *