ডায়াল সিলেট ডেস্কঃ-

বঙ্গবন্ধুর জন্য বছরে দুইবার কুরআন খতমের দাবি করে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন মাওলানা ওয়ালিউল্লাহ নামে এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ দাবি করলেও পাশে বসা স্ত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি ‘ডাহা মিথ্যা’ বলে খণ্ডন করেন।

শুক্রবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বপরিবারে ধানমন্ডি ৩২ নম্বরে যান ওয়ালিউল্লাহ। তবে পুলিশি বাধায় তিনি বঙ্গবন্ধুর বাড়িতে প্রবেশ করতে পারেননি। পরে রিকশায় ফেরার পথে সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুকে আমি অনেক ভালোবাসি। আমি তার জন্য বছরে দুইবার কুরআন খতম দিয়েছি।’

তৎক্ষণাৎ তার পাশে বসা বোরকা পরিহিত স্ত্রী মন্তব্য করেন, ‘এর মাথায় সমস্যা আছে। সারাবছর কুরআন খতমের কোনও খবর নাই। ডাহা মিথ্যা কথা।’

স্ত্রী সাংবাদিকদের উদ্দেশে ক্ষোভও প্রকাশ করে বলেন, ‘আপনারা কি এগুলো সরাবেন, নাকি এর সঙ্গে পাগল হয়ে গেছেন?’

তবে স্ত্রীর আপত্তি উপেক্ষা করে ওয়ালিউল্লাহ বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও পুলিশি বাধার আক্ষেপ প্রকাশ করতে থাকেন। একপর্যায়ে বিরক্ত স্ত্রী বলেন, ‘আমার এখান থেকে নেমে যেতে ইচ্ছে হচ্ছে।’ পরে তিনি সত্যি সত্যি রিকশা থেকে নেমে যান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *