ডায়াল সিলেট ডেস্কঃ-

গত বছরের ৫ আগস্ট ২০২৪ সালে বানিয়াচংয়ে ৯ জন ছাত্র-জনতাকে গুলি করে হত্যার মামলায় বানিয়াচং থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি।

নাইন মার্ডার মামলার সাবেক তদন্তকারী কর্মকর্তা, বানিয়াচং থানার সাবেক পরিদর্শক মো. আবু হানিফ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রংপুর রেঞ্জ অফিসে পরিদর্শক পদে কর্মরত অবস্থায় তাকে রংপুর জেলা ডিবি গ্রেপ্তার করে। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে।

গত বছরের ৫ আগস্ট বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেনের দায়িত্বকাল চলাকালীন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ ছাত্র-জনতার মিছিলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা ১১টায় সাগরদিঘীর পশ্চিমপাড় ঈদগাহ মাঠ থেকে মিছিল বের হয়ে গ্যানিংগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে বড়বাজার শহীদ মিনারে জমায়েত হয়। পুলিশের সঙ্গে কথাকাটাকাটির পর সংঘর্ষে গুলি চালিয়ে ৯ জন নিহত হন। নিহতদের মধ্যে সাংবাদিক সোহেল আখঞ্জী ও বানিয়াচং সদরের বাসিন্দা ৮ জন সাধারণ জনতা রয়েছেন।

এই ঘটনায় নিহত নয়জনের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে দুটি আলাদা মামলা করা হয়।

পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। ইতোমধ্যে ৩০ জনের অধিক সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *