ডায়াল সিলেট ডেস্কঃ-

সুনামগঞ্জে হাওর এলাকার ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য অন্বেষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। অতিরিক্ত পরিচালক (প্রশাসন) আবুল কালামের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য দেন ইনস্টিটিউটের উপপরিচালক (প্রশাসন) খিলফাত জাহান যুবাইরাহ। কর্মশালার দ্বিতীয় পর্বে ‘সুনামগঞ্জের লোকসংস্কৃতি অনুসন্ধান’ বিষয়ে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার।

‘সুনামগঞ্জের হাওর অঞ্চলের বিয়ের গান ও ধামাইল নাচে নারীর জীবন’ বিষয়ে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজ বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রোখসানা পারভীন চৌধুরী, ‘হাওরজনের কথা, ভাষা ও আশা’ বিষয়ে বক্তব্য দেন সুনামগঞ্জের কৃতি সন্তান সাংবাদিক উজ্জ্বল মেহেদী।

দিনব্যাপী কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালসহ প্রশাসনিক কর্মকর্তা, কবি-সাহিত্যিক, সাংবাদিক, লেখক ও গবেষকরা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *