ডায়াল সিলেট ডেস্কঃ-

সিলেটের জেলা প্রসাসকের বদলিতে নগরে মিষ্টি বিতরনের মধ্য দিয়ে খুশি উদযাপন করেছে অনেকে ।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওসএসডি করার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর  মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কালেক্টটরেক্ট মসজিদের সামনে কয়েকজনকে মিষ্টি বিতরন করতে দেখা যায়।

১৮ আগষ্ট (সোমবার)  এই মিষ্টি বিতরনের সময় উপস্তিত ছিলেন ফরহাদ আহমেদ, জাবেদ আহমদ, তানবির , জাবের, সেলিম শাহদাৎ সহ অনেকে।

 এ সময় তারা জানান সিলেটের ডিসির অনেক আগেই চলে যাওয়া উচিৎ ছিল। কিন্ত সেটা হল সব শেষ হওয়ার পর। তারপরও আমরা খুশী বিলম্বে হলেও তাকে ওএসডি করা হয়েছে। এসময় তারা খুশিতে বিভিন্ন জনকে  মিষ্টি মুখ করাতে দেখা যায়। বক্তরা অনেকে জানান, বদলিকৃত এই ডিসির সময়কালে শ্রমিকদের উপর অনেক অন্যায় জুলুম করা হয় । অসহায় শ্রমিকদের আল্লাহ দোয়া সবসময় থাকে । তাই, অত্যাচারী যেই হোক তার জুলুম খুব বেশি দিন স্থায়ী হয় না । সামনে যে প্রশাসক আসছেন উনিও যদি ক্ষমতা বলে সাধারণের উপর জুলুম করেন তবে তা প্রতিহত করবো ।

প্রসঙ্গত, আজ সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে উল্লেখিত জেলায় জেলা প্রশাসক ও মেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/ পদায়ন করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আদেশে সরওয়ার আলমকে সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *