লন্ডনে জমকালো আয়োজনে উদ্বোধন হল সুরমা দর্পণ’র ওয়েবসাইট
দেশ ও দশের জন্য সত্য ও ন্যায়ের মুখপাত্র হয়ে উঠুক সুরমা দর্পণ — জগলুল খান
গত ১৮ আগস্ট লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় সুরমা দর্পণ’র ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে পত্রিকার উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবী শাহান আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সম্পাদক সুহেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কেয়ারার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট জাগলুল খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “একঝাঁক দক্ষ ও মেধাবী তরুণ দ্বারা পরিচালিত এই গণমাধ্যমটি ইতোমধ্যে সিলেটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। দর্পণের কার্যক্রম বিশ্বময় ছড়িয়ে দিতে আমরা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ইউনিভার্সাল আইডিয়াল কলেজের ট্রাস্টি মেম্বার আখলাকুর রহমান লুকু, বায়তুল ইসলাহ একাডেমি লন্ডনের পরিচালক মাওলানা আব্দুল ওয়াদুদ লতিফি, টাওয়ার হ্যামলেট কেয়ারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহেদ মিয়া, এলবি২৪-এর প্রোগ্রাম প্রেজেন্টার জাকারিয়া আহমদ, ইউনিভার্সাল আইডিয়াল কলেজের ট্রাস্টি মেম্বার নাসির উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী হাফিজ জিল্লুল খান, বিশিষ্ট রাজনীতিবিদ মুজিব হোসাইন, ইক্বরা হেল্প ফাউন্ডেশন লন্ডনের চেয়ারম্যান মাওলানা শরীফ আহমদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট রেদওয়ান হোসাইন, আশরাফুজ্জামান, রেস্টুরেন্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব কয়েস মিয়া, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট কাওছার হামিদ ফয়েজ, ডায়াল সিলেট সম্পাদক সুহেল আহমদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মুন্না হুসাইন, মারজানুর রহমান, ছাত্রনেতা জুয়েল আহমদ, মুহাম্মদ মিজানুর রহমান সাজু, খালেদ আহমদ প্রমুখ।
হাফিজ কাওসার আহমেদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুরমা দর্পণ’র ব্যবস্থাপনা সম্পাদক আব্দুর রাজ্জাক। অতিথিদের নিয়ে কেক কাটা ও নৈশভোজের মাধ্যমে জমকালো এ আয়োজনের সমাপ্তি ঘটে।