ডায়াল সিলেট ডেস্কঃ-

ভারতীয় অবৈধ মালামাল দেশের অভ্যন্তরে চোরাচালানের এক অভিনব কৌশল উন্মোচন করল হবিগঞ্জ বিজিবির জওয়ানরা। গোপন তথ্যের ভিত্তিতে তেলবাহী ট্যাংকার লরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ভারতীয় ফেসওয়াশ, ভারতীয় ত্বক ফর্সাকারী স্ক্রিন সানরাইজ ক্রিম, ভারতীয় ক্লোপ-জি ক্রিম  জব্দ করেছে ৫৫ বিজিবি। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য সোয়া এক কোটি টাকার বেশি বলে জানা যায়।

মঙ্গলবার (১৯ আগস্ট) মধ্য রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

এর আগে, মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় যে, চোরাকারবারিরা একটি তেলবাহী লরি ব্যবহার করে সুনামগঞ্জ থেকে অবৈধ মালামাল দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে বহন করছে।

বিজিবির একটি চৌকস টহল দল ঢাকা-সিলেট মহাসড়কে ফাঁদ পেতে সন্দেহজনক তেলের লরিটি আটক করে এবং লরিটির ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস (ফেসওয়াশ, স্ক্রিন সান রাইজ ক্রিম, ক্লোপ-জি ক্রিম) এবং জিরাসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, চোরাকারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে এই নতুন কৌশল অবলম্বন করছিল। তেলের ট্যাংকারের ভেতরে অভিনব কায়দায় মালামাল ভরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল।

এ অভিযানের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, চোরাচালানকারীরা যত অভিনব কৌশলই অবলম্বন করুক না কেন, বিজিবি তাদের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে থেকে চোরাচালানি প্রতিরোধ করবে। চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান বিজিবি নিয়মিত পরিচালনা করছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত সকল পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *