ডায়াল সিলেট ডেস্কঃ-

সুনামগঞ্জের ছাতকে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। 

আটককৃত যুবকের নাম রাবেল মিয়া (২২), সে ইসহাকপুর গ্রামের এলাইছ মিয়ার ছেলে।

বুধবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, কয়েক সপ্তাহ আগে ইসহাকপুর গ্রামে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। যেখানে প্রকাশ্যে গুলিবর্ষণ এবং দেশীয় অস্ত্রের ব্যবহারের ঘটনা ঘটে। সংঘর্ষের একটি ভিডিও ক্লিপ ছাতক সেনা ক্যাম্পের হাতে পৌঁছালে সেটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। ভিডিও বিশ্লেষণের মাধ্যমে ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করতে সেনাবাহিনী গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার (২১ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে ইসহাকপুর গ্রামের এলাইছ মিয়ার ছেলে রাবেল মিয়াকে (২২) আটক করা হয়। অভিযানের সময় রাবেলের বাড়ির সংলগ্ন পুকুরপাড় থেকে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল একটি পুরাতন কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, দুটি পুরাতন পাইপ গান, একটি তাজা কার্তুজ, একটি লোহার তৈরি ক্লিনিং রড, একটি চাপাতি ও ছয়টি ধারালো ছুরি। আটককৃতকে যথাযথ প্রক্রিয়ায় জগন্নাথপুর থানায় হস্তান্তর করে ছাতক সেনা ক্যাম্প। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত রাবেল মিয়াকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *