ডায়াল সিলেট ডেস্কঃ-
হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে জুতা-ঝাড়ু মিছিল করেছে পদবঞ্চিত নেতা-কর্মীরা। তাদের অভিযোগ, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিতভাবে কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে বাহুবল উপজেলা সদরে এবং রাত ৯টায় নবীগঞ্জে পৃথক দুটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিকেলে পুটিজুরী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির মিয়ার নেতৃত্বে বাহুবল উপজেলা সদরে ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মার্কেটের সামনে পথসভায় মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা ঝাড়ু ও জুতা হাতে নবগঠিত কমিটির বিরুদ্ধে স্লোগান দেন।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদুর রেজা রাজু, বিএনপি নেতা পিপলু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, যুবদল নেতা আতাউর রহমান, শেখ জাকারিয়া, আকলুছ মেম্বার, শফিক মিয়া, আব্দুল আহাদ, রাসেল মিয়া, কামিল উদ্দিন, জহিরুল ইসলাম, এমরান মিয়া, বাহুবল কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আমীন, বদরুল আলম, জাহাঙ্গীর আলম তুহিন, নবীদ মিয়া, রিপন মিয়া প্রমুখ।
এদিকে রাত ৯টার দিকে নবীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা জুতা-ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়।
পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন, যুবদল নেতা নুরুল গনি চৌধুরী সোহেল, সোহেল আহমদ চৌধুরী রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ হারুন, যুবদল নেতা সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, শাহজাহান চৌধুরীসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ’দলের দুঃসময়ে যারা দীর্ঘ ১৬ বছর নির্যাতন-জুলুম সহ্য করে মাঠে ছিলেন, তাদের উপেক্ষা করে পকেটভিত্তিক কমিটি ঘোষণা করা হয়েছে। বসন্তের কাক-আর কুকিলেরা এখন পদবাণিজ্যে মেতে উঠেছে। অথচ ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন।’
তাঁরা এ কমিটিকে ‘অবৈধ ও বিতর্কিত’ আখ্যা দিয়ে অবিলম্বে বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।