ডায়াল সিলেট ডেস্কঃ-

লুট হওয়া পাথরগুলো উদ্ধার করতে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন।পাথরগুলো উদ্ধারে এবার প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে আলটিমেটাম।কোম্পানীগঞ্জের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা সাদাপাথরের পাথরগুলো  ফিরিয়ে দিতে

৩ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। ৩ দিন পরে যদি কারো কাছে সাদাপাথর পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা  নেওয়া হবে।

আগামী ৩ দিনের মধ্যে নির্ধারিত ডাম্পিংগ্রাউন্ডে পাথরগুলো  রাখার আহবান জানানো হয়।

শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার সর্বসাধারণের সাথে  উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় এ আহবান জানান অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ণ ও মানব সম্পদ ব্যবস্থাপনা) পদ্মসন সিংহ।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- সিলেটের

অতিরিক্ত জেলা প্রশাসকপদ্মসেন সিংহ।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট সার্কেল

এএসপি আব্দুল্লাহ আল নোমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন,

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা

অ্যাডভোকেট কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির

মাওলানা ফয়জুর রহমান, ইছাকলস ইউপি চেয়ারম্যান সাথে হোসেন সাজু, চুনাপাথর

আমদানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, μাশার মিল মালিক সমিতির

সভাপতি আব্দুল জলিল, পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসেন, খেলাফত

মজলিসের সাধারণ সম্পাদক হাফিজ মাসুম আহমদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিটন মাহমুদ প্রমুখ।

কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নির সঞ্চালনায়

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘কোম্পানীগঞ্জ যেহেতু পাথর অধ্যুষিত এলাকা তাই

পর্যটন ও সংরক্ষিত এলাকা নির্ধারণ করে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি থেকে পাথর

উত্তোলনের জন্য লিজ দিতে হবে। তা না হলে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করা কঠিন হবে।

ব্যবসায়ীরা দাবি করেন বৈধ পন্থায় যারা পাথর আমদানি বা μাশিং করছেন তাদের হয়রানি বন্ধ ও ক্রাশিং  মিলের বৈদ্যুতিক সংযোগ ফিরিয়ে দিতে হব।

প্রধান অতিথি পদ্মসন সিংহ বলেন সাদাপাথরের সৌন্দয র্̈ আগের জায়গায় ফিরিয়ে আনতে আমরা আপনাদের সহযোগিতা চাই। জেলা প্রশাসকের নির্দেশ আগামী ৩ দিনের মধ্যে প্রতি ওয়ার্ডের লোকজন যেন সাদাপাথর ফিরিয়ে দেয়। যদি কেউ পাথর ফিরিয়ে না দেয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়টি মাইকিং করে পুরো এলাকায় জানিয়ে দেওয়া হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *