ডায়াল সিলেট ডেস্কঃ-
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্প। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শিল্পকারখানা মালিক, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা অবশেষে বাস্তবে রূপ পেলো।
রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় ক্যাম্প দুটি উদ্বোধন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি (ইন্টেলিজেন্স) হারুন-উর-রশিদ হাজারী।
উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, ’এ অঞ্চল দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রমবর্ধমান শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে এই পুলিশ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সভাপতির বক্তব্যে সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ’সুশৃঙ্খল ও নিরাপদ মহাসড়ক উপহার দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। এই ক্যাম্প স্থাপনে জনসাধারণ, শিল্প প্রতিষ্ঠান, পরিবহন শ্রমিকসহ সর্বস্তরের সহযোগিতা পেয়েছি।’
এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশন-পূর্ব) হাবিবুর রহমান খান, অতিরিক্ত ডিআইজি মীর মোদ্দাছ্ছের হোসেন, হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান, শায়েস্তাগঞ্জ ইউএনও পল্লব হোম দাস, প্রাণ-আরএফএলের জেনারেল ম্যানেজার লে. কর্নেল (অব.) শেখ জালাল, শাহজীবাজার আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. ইমাম হোসেন, হাইওয়ে ও থানা পুলিশের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অলিপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইউনিট ও হাইওয়ে পুলিশের ক্যাম্প স্থাপনের দাবি ছিল এলাকাবাসীর। এ দুটি ক্যাম্প স্থাপনের মাধ্যমে প্রায় অর্ধলক্ষাধিক নারী-পুরুষ শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি যানজট, সড়ক দুর্ঘটনা ও চুরি-ছিনতাই প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।